শ্রীমঙ্গলে ষড়যন্ত্রমুলক মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    0
    240

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭এপ্রিল,শ্রীমঙ্গল প্রতিনিধি:   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশিত “আপন আলোয় বিশ্বভুবন” সংকলণে কাল্পনিক বিকৃতির অভিযোগ এনে বিতরণ প্রক্রিয়ায় বাধা প্রদান ও সংকলনের সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীকে হয়রানি করতে মিথ্যা এবং ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

    সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের হবিগঞ্জ রোডস্থ শিরিশ তলায় আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এ এস এম আজাদুর রহমান।

    মানবন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন দৈনিক বাংলার দিন এর সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বকসি ইকবাল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রহিম, ন্যাপ নেতা নিহারেন্দু হোম সজল, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিসুল ইসলাম আশরাফি, শ্রীমঙ্গল জাতীয় পার্টির নেতা সাজ্জাদুর রহমান, সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, মাইটিভি প্রতিনিধি সঞ্জয় কুমার দে, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমন দেব চৌধুরী, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এ হামিদ, বঙ্গকবি লুৎফুর রহমান, সাংবাদিক এস কে দাশ সুমন প্রমুখ নেতৃবৃন্দ।

    এ ছাড়াও মানব বন্ধনে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জন প্রতিনিধি, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সম্প্রদায়ের লোক অংশ নেন।

    প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিকুল চক্রবর্তী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহ করে তা নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দেয়ার কাজ করছেন। একটি প্রতিক্রিয়াশীলচক্র নিজেদের স্বার্থ হাসিলে ও প্রতিহিংসাপরায়ণ হয়ে এ হেন ঘৃণ্যকাজে লিপ্ত হয়েছেন।

    এ সময় প্রেসক্লাব সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জজকোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এডভোকেট এ এস এম আজাদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সাইফুল পেট্রোলবোমা মামলা ও পুলিশ এসোল্ট মামলার চার্জশীট ভুক্ত আসামি। তাই শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার কারনে তার বিরুদ্ধে ২১১ ধারায় মামলা দায়ের করার অনুমতি প্রদানের জন্য মানবন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি জোর দাবী জানান।