শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী কথক নৃত্য কর্মশালা

    0
    234

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৪জুন,জহিরুল ইসলামঃ  নৃত্যের তালে তালে হে নটরাজ ঘুছাও সকল বন্ধ হে’ এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন এর আয়োজনে শ্রীমঙ্গলে  কচিকাচাঁ মেলাতে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী কথক নৃত্য কর্মশালা।

    রবিবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করা হয়। ৫ দিনব্যাপী কথক নৃত্য কর্মশালার প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ঢাকা কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক সাজু আহমেদ।

    কর্মশালা প্রতিদিন চলবে সকাল ১০ টা থেকে ছোটদের গ্রুপ দুপুর ১ টা ও বিকেল ৩ টাথেকে ৫ টা  পযন্ত বড় গ্রুপ।

    শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন এর পরিচালক সাজ দেব জানান, শ্রীমঙ্গলের বিভিন্ন নৃত্য একাডেমীর ছোট বড় প্রায় শতাধিক নৃত্য শিল্পী  অংশগ্রহণ করছে এই কর্মশালায়। শ্রীমঙ্গলের সকল নৃত্য শিল্পীদের সুযোগ রয়েছে এই কর্মশালায় অংশ গ্রহন করার।