শ্রীমঙ্গলে শিশু অধিকার বিষয়ক ইউএন কনভেনশন

    0
    324

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘সকল শিশুর জন্য, শৈশব কালীন অধিকার। সকল শিশুর জন্য, সকল অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু অধিকার বিষয়ক ইউএন কনভেনশনের ৩০তম বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বেরহয়।

    শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং আলোয়-আলো প্রকল্পের মাধ্যমে, এডুকো এর সহযোগিতায় চাইল্ড ফান্ড কোরিয়া এর অর্থায়নে ও ব্র্যাকিং দ্যা সাইলেন্স, এমসিডা, আইডিয়া এর আয়োজনে দিবসটি পালিত হয়।

    পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের স ালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।

    আরও উপস্থিত ছিলেন এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম, আইডিয়ার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল রহমান, প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম, ব্র্যাকিং দ্যা সাইলেন্স এর প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়, এডুকো বাংলাদেশের টেকনিক্যাল অফিসার বিউটি কুইন প্রমুখ।

    অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ৩০জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।