শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির অভিষেক অনুষ্টানে বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ

0
192

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এই অভিষেক অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদশে জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল,উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ,নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নোমান আহমদ সিদ্দিকী। মো. শামছুল আলম ও সুপর্না লাহিড়ীর যৌথ সঞ্চালনায় শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বর্তমান কমিটির সভাপতি ঝলক চক্রবর্তী।