শ্রীমঙ্গলে শিক্ষক সমিতির নির্বাচনঃঝলক-মনসুর প্যানেল বিজয়ী

    0
    207

    বিক্রমজিত বর্ধন,নিজস্ব প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৮।

    সোমবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরতলীর ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোপন ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোটার ভোট প্রদান করেছেন। নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ‘ঝলক-মনসুর’ ও ‘নোমান-বিপ্লব’ দুই প্যানেলের ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    সভাপতি পদে ‘ঝলক-মনসুর’ প্যানেলের ভূনবীর দশরথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝলক কান্তি চক্রবর্তী ১৮৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর ইকবাল ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    অন্যান্য পদসমূহের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ধোবার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দেব ১৯৪ ভোট ও আব্দুল ওয়াব উচ্চ বিদ্যালয়ের খালেদ মো. আব্দুল বাছিত ১৭০ ভোট, সহ-সভাপতি পদে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান ১৯২ ভোট ও রানার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নুরুল হক ১৫৩ ভোট, যুগ্ন সম্পাদক পদে মো. আব্দুল বাছিত ১৮৫ ভোট ও সুমন সরকার ১৮০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আফজল মিয়া ১৬৫ ভোট, সহ সাংগঠনিক সম্পাদক পদে জেসমিন আক্তার ১৭৬ ভোট, কোষাধ্যক্ষ পদে মো আখতার হোসেন ১৮০ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে করুনাময় দাশ ১৯৫ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে রনজিত কুমার পাল ১৮১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দেবতোষ দাশ ২০৮ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল মোতালিব ১৭১ ভোট, মহিলা বিষয়ক সম্পাদক পদে শাহিনা আক্তার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও কার্যকরী সদস্য পদে মো. জাবেদ মিয়া ২২৯ ভোট, হিরন্ময় দেব ২০৭ ভোট, পংকজ কান্তি ভট্টাচর্য্য ১৭২ ভোট, অলক পাল ১৭১ ভোট, মোহাম্মদ নুরুজ্জামান ১৬৪ ভোট, কৃপেশ চন্দ্র বিশ্বাস ১৬২ ভোট, মো. আব্দুস সালাম ১৫৮ ভোট, সাইফুল আলম ১৫৫ ভোট, সুমন কান্তি পাল ১৫৫ ভোট, মো. শাখাওয়াত হোসেন ১৫২ ভোট ও সুবাস রবিদাস ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।