শ্রীমঙ্গলে রোগীর বাড়ীতে উপহার পাঠালেন স্থানীয় এমপি

    0
    210

    জহিরুল ইসলাম.নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো।

    ২৮ এপ্রিল মঙ্গলবার উপাধ্যক্ষ ড.  মো. আব্দুস শহীদ এমপির  পক্ষ থেকে ফুলছড়া চা-বাগানের কলেজ পড়ুয়া ছাত্রীর করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।

    খাদ্য সামগ্রী পৌছে দেন শ্রীমঙ্গল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, সাথে ছিলো মোঃ সাইফুল ইসলাম।

    শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এনিয়ে দুই জনে দাঁড়িয়েছে। রোববার (২৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে শ্রীমঙ্গলের একজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়।

    শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা  বলেন, ‘আমরা গত ২৩ তারিখ আক্রান্ত রোগীর স্যাম্পল সংগ্রহ করে পাঠিয়েছিলাম রিপোর্ট পজিটিভ এসেছে।

    এদিকে গত রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৮ জনের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয় মৌলভীবাজারে ৬ জন। যাদের মধ্যে একজন শ্রীমঙ্গল, একজন বড়লেখা ও চারজন কুলাউড়া।

    উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত হন। তিনি শহরের একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র কর্মকর্তা।