শ্রীমঙ্গলে “রশনী অটো রাইস মিল লিমিটেড” এর শুভ উদ্বোধন

    0
    333

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৩সেপ্টেম্বর,হৃদয় দাশ শুভ ও সোহাগঃ শুক্রবার বিকাল ৫টায় শ্রীমঙ্গলের সাতগাঁও এ অত্র অঞ্চলের সর্বপ্রথম সম্পূর্নরুপে স্বয়ংক্রিয় রাইস মিল “রশনী অটো রাইস মিল লিমিটেড” এর শুভ উদ্বোধন করা হয়েছে৷ শুভ উদ্বোধন করেন সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা,শ্রীমঙ্গল-কমলগঞ্জের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ।

    উদ্বোধনী বক্তৃতায় উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ এমপি “রশনী অটো রাইস মিল লিমিটেড” এর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন,”দেশের শিল্প উন্নয়নের বিকাশে এ ধরণের উদ্যোগ প্রশংসনিয়,শ্রীমঙ্গলে এরূপ অত্যাধুনিক অটো রাইস মিল চালু হওয়ায় বিশেষ করে এ অঞ্চলের মানুষসহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে।”

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-রোশনী অটো রাইস মিল লিঃ ও গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। তিনি বলেন,”এই মিল থেকে উৎপাদিত আন্তর্জাতিক মানের চাল অত্র অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সেবা প্রদানে সক্ষম হবে ৷ যা কিনা গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের মতই গর্বের বিষয়ে পরিনত হবে”৷

    উল্লেখ্য এ অটো রাইস মিল থেকে প্রতিদিন আনুমানিক ৮০-১০০ টন উন্নত মানের চাউল উৎপাদন হবে,এতে প্রতিদিন প্রায় ১২৮ টন ধানের প্রয়োজন।একাজে বিপুল পরিমাণ দক্ষ-অদক্ষ শ্রমিক ও ব্যবসায়িদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান,ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উল আলম,ডিরেক্টর অপারেশন হাসমত উল্ল্যাহ মুজাহিদ সহ রোশনী অটো রাইস মিলস লিঃ ও গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর উর্দ্ধতন কর্মকর্তা,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।আপডেট