শ্রীমঙ্গলে রণধীর-আফজল’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

    0
    225

    সাদিক আহমেদ,স্টাফ রিপের্টারঃ পঞ্চম শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি।অর্থাৎ ঘরের দরজায় কড়া নাড়ছে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন।কে হবে উপজেলার নতুন কাণ্ডারী নতুন চেয়ারম্যান,কে হবে নতুন ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান এসব আলোচনায় পুরোপুরি সরব উপজেলার প্রতিটি এলাকা,প্রতিটি রাস্তাঘাট।বাদ যাচ্ছে না ছোট চায়ের দোকান থেকে শুরু করে বড় রেস্টুরেন্টগুলোও।শ্রীমঙ্গল উপজেলার নতুন নির্বাচিত জনপ্রতিনিধি কে হবেন এ নিয়ে পুরো উপজেলায় চলছে তুমুল আলোচনা।

    শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোট ৩ জন।বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকে রণধীর কুমার দেব,স্বতন্ত্র প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজল হক আনারস প্রতীক,জাকের পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

    এদিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মোট ৬ জন।উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।তার বিপরীতে পদটিতে নির্বাচন করছেন আ রো ৫ জন।

    পরিমল দাশ বাল্ব প্রতীকে, মো. এনাম হোসেন চৌধুরী মামুন বই প্রতীকে, এম এ রহিম নোমানী মাইক প্রতীকে,মো. লিটন আহমেদ  টিউবওয়েল প্রতীক,হাসানুর রহমান দুলাল তোঁতা পাখি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

    এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ফুটবল প্রতীক,শিরীন আক্তার কলসী প্রতীক,মিতালী দত্ত পদ্মফুল,এবং হাজেরা খাতুন হাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

    উপজেলা পরিষদ নির্বাচনের সবচেয়ে ক্ষমতাধর নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান।সবসময়ই এই পদটি নিয়ে তৃণমূলের জনগণের মধ্যে একটি আগ্রহ বিরাজ করে।
    চেয়ারম্যান পদে স্থানীয় ভোটারদের জরীপে এখন পর্যন্ত তুমুলভাবে এগিয়ে রয়েছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান রণধীর কুমার দেব ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজল হক।এই দুই প্রার্থীর মধ্যে হবে ভোটের লড়াই এমনটাই মনে করছেন উপজেলার ভোটাররা।

    হাড্ডাহাড্ডি লড়াইয়ে সমানতালে এগিয়ে রয়েছেন দুজনই।উপজেলার প্রতিটি আনাচে কানাচে চলছে গুঞ্জন।ভোটারদের ধারণা আ ফজল-রণধীর দ্বৈরথেই বেরিয়ে আসবেন আ গামী পাঁচ বছরের জন্য শ্রীমঙ্গল উপজেলার নতুন কাণ্ডারী।

    এদিকে উপজেলার প্রতিটি এলাকায় জোরেশোরে প্রচার প্রচারণা চালাচ্ছেন দুজনই।ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে বেরাচ্ছেন তাদের ভোটগুলো নিজেদের করে নিতে।ভোটারদের নানারকম প্রতিশ্রুতি ও আশাবাদ দিয়ে যাচ্ছেন তারা।তবে শেষ মুহুর্তে কে বসবে বিজয়ীর আসনে,কার গলায় উঠবে বিজয়ের মালা এখন এটা দেখা শুধুই কেবল অপেক্ষার পালা।

    উল্লেখ্য,২য় ধাপে আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন।উপজেলায় পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার পর্যায়ের এ নির্বাচন।ভোটারদের ভোটে নির্বাচিত ১ জন চেয়ারম্যান,১ জন ভাইস চেয়ারম্যান ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে গঠিত হয় নির্বাচিত পরিষদ।উপজেলাবাসীর ভোটে পাঁচ বছরের জন্য তারা নির্বাচিত হয়ে থাকেন।

    এর আ গে ২০১৪ সালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে চেয়ারম্যান পদে তুমুল কনটেস্টে প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (লাল হাজী) কে হারিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হোন রণধীর কুমার দেব।তার সাথে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন প্রথমবারের মতো নির্বাচন করতে আসা প্রেম সাগর হাজরা।মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় পান হেলেনা চৌধুরী।