শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত’র সৎকার করল মুসলিম সংস্থা

    0
    270
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সবুজবাগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার করেছে একরামুল মুসলিমীন ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
    শ্রীমঙ্গল উপজেলা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম জানান-যথাযথ সংক্রমণবিধি অনুসরণ করে বুধবার ভোররাতে বীর মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার করা হয়েছে। রাতেই সৎকার করার কারণে গার্ড অব অনার দেয়া হয়নি বলে তিনি জানান। পরিবারের লোকজন করোনা সন্দেহ করায় মৃত্যুবরণকারী বিকাশ দত্ত নমুনা সংগ্রহ করা হয়েছে।পরিবারের বাকি সবার নেয়া হবে। রিপোর্ট আসার আগ পর্যন্ত তারা কোয়ারেন্টাইনে থাকবে বলে তিনি জানান।
    গত বুধবার রাতে এই মুক্তিযোদ্ধা  করেনা উপসর্গ নিয়ে  নিজ বাসায় মৃত্যুবরণ করেন। একরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর এর টিম প্রধান এহসান জাকারিয়া জানান-শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর নির্দেশনায়  ফাউন্ডেশনের সদস্যরা মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত এর সৎকার কার্য সম্পাদন করেন। শ্রীমঙ্গল পৌর শ্মশান  রাত ১টা ২০ মিনিটে  সৎকার চলাকালে শ্রীমঙ্গল  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব জসিম উদ্দিন ও মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধার ছেলে বাপ্পা দত্ত উপস্থিত ছিলেন ।
    এর আগে মুক্তিযোদ্ধাের বাসা থেকে ট্রাকে করে মুক্তিযোদ্ধার লাশ শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানাসহ শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান- প্রশাসনের তালিকাভুক্ত ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন এর সদস্যরা মুক্তিযোদ্ধার সৎকার কাজ সম্পন্ন করেন।