শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

    0
    304
    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জুন,এস কে দাশ সুমন: মুক্তিযুদ্ধের  তথ্যচিত্র  সংগ্রাহক  সাংবাদিক  বিকুল  চক্রবর্তী  কতৃক  আয়োজিত  শ্রীমঙ্গল  রামনগরস্থ  মণিপুরী  পাড়ায় অবস্থিত গ্রেন্ড  সেলিম রিসোর্টে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শনীর  সমাপনী ও সাংবাদিক  সম্মাননা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকাল ৫ টায় ।
    উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক,ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকন্দর আলী,ডা: হরিপদ  রায়,চেয়ারম্যান  আশিদ্রোন  ইউনিয়ন  পরিষদ,রনেন্দ্র  প্রসাদ বর্ধন  জহ্‌র,আবু  সিদ্দিক  মোঃ  মুসা,জহর  তরফদার,সেলিম আহমদ প্রমুখ।
    এছাড়াও  শ্রীমঙ্গল  কমলগঞ্জের  বিভিন্ন  গনমাধ্যম  কর্মী, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, ট্যুর  গাইড  ও  সুশীল  সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,সঞ্চালনা করেন প্রভাষক রজত শুভ্র  চক্রবর্তী।
    সভায় বক্তারা সাংবাদিক বিকুল চক্রবর্তী কতৃক সংগৃহীত  মুক্তিযুদ্ধের  তথ্যচিত্র  প্রদর্শন  করায়  বিকুল  চক্রবর্তীর  ভূয়সী  প্রশংসা  করেন  সমাজকল্যাণ মন্ত্রীর  নিকট  অত্র অঞ্চলের  বধ্যভূমি  গুলো  সংরক্ষণ  ও  সংগৃহীত  তথ্যচিত্র  গুলো  স্থায়ী  সংরক্ষণের  জন্য  সরকারি  উদ্যোগে  অবকাঠামো  নির্মাণ  করার  জোর  দাবি  জানানো  হয়।