শ্রীমঙ্গলে মিছিলঃঅপ্রীতিকর কর্মকাণ্ড এড়াতে পুলিশি নিরাপত্তা

    0
    339

    অামার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮ ফেব্রুয়ারি,সাদিক অাহমেদ,নিজস্ব প্রতিনিধি:   শ্রীমঙ্গলে অাজ বেলা ২ টায় শ্রীমঙ্গল কলেজ রোড হতে স্লোগান মুখর মিছিল বের করে অাওয়ামিলীগ,ছাত্রলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠন সমূহ।মিছিল টি শ্রীমঙ্গল কলেজ রোড থেকে যাত্রা শুরু করে শহরের সবকটি রোড প্রদক্ষিণ করে।

    এসময় স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো শ্রীমঙ্গল।রোড গুলোর অাসে পাশে ভীড় জমান উৎসুক শহরবাসী।মিছিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ অাসনের সাংসদ,সাবেক চীফ হুইফ বীর মুক্তিযোদ্ধা উপাধক্ষ্য অাব্দুস শহীদ,ও শ্রীমঙ্গল অাওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা।

    এর অাগে বাদ যোহর উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ কলেজে বার্ষিক মিলাদ মাহফিলে যোগদান স্থান কলেজ প্রাঙ্গণে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের পাঁচ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ আব্দুস শহীদ। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রী অনান্য অংগ সংগঠন।

    এদিকে অাজ ০৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপি-জামাত জোট যেন কোনপ্রকার অরাজকতা ও বিশৃঙ্খলতা করতে না পারে সেজন্য শ্রীমঙ্গলকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।শহরের চৌমুহনা চত্বরে বসানো হয়েছে চেকপোস্ট।পুরো শ্রীমঙ্গল জুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের।

    এছাড়া সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে শহর সহ শহরতলীর অানাচে কানাচে পুলিশি টহল ছিল চোখে পড়ার মতো।