শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে মদ-গাঁজা ও নারীসহ আটক-৬

0
273

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত ও মাদক সেবনের অপরাধে ছয়জনকে আটক করেছে পুলিশ।চলছে মামলার প্রক্রিয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০২২) পৃথক অভিযানে ভিন্ন সময়ে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান ও অভিযানে অংশগ্রহণকারী অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় ১০৬ লিটার দেশীয় ছোলা মদসহ কানাই রবিদাস (৪৮) পিতা সতিরাম রবিদাসকে ভুরভুরিয়া চা বাগানের পুরান লাইনের বসতবাড়ী থেকে এবং এসআই ইউছুফ এর নেতৃত্বে ৫০০ গ্রাম গাজাসহ বেহুলা তন্তুবাই (৫৫) এক মাদক ব্যবসায়ী নারীকে কালাপুর ইউনিয়নের মাঝদিহি চা বাগান থেকে গ্রেপ্তার করে।

একইদিনে এসআই রাকিবুল হাছান, এসআই মোঃ ইউসুফ, এসআই সিরাজুল ইসলাম, এএসআই আব্দুল হান্নান, এএসআই আবু মুসা, এএসআই জীবন বাকতিসহ এক দল পুলিশের অভিযানে রঞ্জু মুন্ডার বসত বাড়ী হইতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করা হয়,গ্রেপ্তারকৃতরা হলেন-মাদক ব্যবসায়ী রঞ্জু মুন্ডা (৪৮), পিতা- মৃত এতোয়া মুন্ডা, নিরঞ্জন কাহার (৪৫), পিতা-মৃত বিদেশী কাহার,সুমন দেবনাথ (২৮), পিতা-হরেন্দ্র দেবনাথ,সুকুমার কর (৪৫), পিতা-সুরেন্দ্র কর, সর্বসাং- পূর্ব নোয়াগাও, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার আমার সিলেটকে বলেন,”মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”