শ্রীমঙ্গলে ভাউচার ট্রাক উল্টে দুর্ঘটনায় শিশুও নারীসহ আহত-৩

    0
    391

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫অক্টোবর,শিমুল তরফদারঃ শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকার বাংলাবাড়ীর সম্মুখে আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ভাবে চালিত পানির ট্যাংকী পরিবাহি একটি ভাউচার ট্রাক সম্মুখের চাকা ফেটে গিয়ে রাস্তার মধ্যে উল্টে সিএনজির (মৌলভীবাজার-থ-১১১৫১৭) উপরে আচড়ে পরে।এতে সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়। গুরুত্বর আহত চালকসহ এক শিশুও নারী নিয়ে মোট ৩ জন আহত হয়েছে।আহতদের  মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    অপরদিকে রাস্তার মধ্যখানে উল্টে পড়ে রয়েছে পানির ট্যাংক ভর্তি ভাউচার ট্রাকটি। এতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে আটকে থাকে শতাধিক যানবাহন।
    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশা এবং মৌলভীবাজার থেকে ছেড়ে আসা  ভাউচার ট্রাকটি রাজাপুরপুর নামক স্থানে আসলে ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির আহত চালক (মৌলভীবাজার সিএনজি চালক সমিতির যুগ্ম সম্পাদক) সালামত মিয়া গুরুত্বর আহত হন এবং এক শিশু ও মহিলা যাত্রী কিছুটা আঘাত প্রাপ্ত হন। পরে ফায়ার সার্র্ভিসের কর্মিরা তাদের মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায়।
    এদিকে রাস্তার মধ্যখানে ট্রাকটি উল্টে পড়ে থাকার কারণে দীর্ঘ্য সময় ধরে বিভিন্ন যানবাহন আটকা পড়ে যাত্রীদের লাঞ্চনা বেড়ে যায়।

    সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছে।পুর্বের সংবাদের লিংক-

    শ্রীমঙ্গলে ভাউচার ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনাঃহতাহতের সম্ভাবনা