শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি

    0
    262

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জুন,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ বিশ্ব  পরিবেশ  দিবস  ২০১৮ উপলক্ষে  শ্রীমঙ্গল  লাউয়াছড়া  বন  ও  জীববৈচিত্র  রক্ষা  আন্দোলন  কমিটির  উদ্যোগে  শ্রীমঙ্গল  সরকারি  বালিকা  উচ্চ  বিদ্যালয়ে  এক  বৃক্ষ  রোপণ  কর্মসূচি  পালন  করা  হয় ।

    আজ মঙ্গলবার  দুপুর ২  ঘটিকায় লাউয়াছড়া  বন  ও  জীববৈচিত্র  রক্ষা  আন্দোলন  কমিটির  নেতৃবৃন্দ  ও  শ্রীমঙ্গল  বালিকা  উচ্চ  বিদ্যালয়ের  শিক্ষকদের  সমন্বয়ে  স্কুল  প্রাঙ্গনে  বিভিন্ন  ফলজ  ও  বনজ  বৃক্ষের  চারা  রোপণ  করা  হয় ।

    এসময়   উপস্থিত  ছিলেন  লাউয়াছড়া  বন  ও  জীববৈচিত্র  রক্ষা  আন্দোলন  কমিটির  আহ্বায়ক  জলি  পাল  যুগ্ম  আহ্বায়ক  কাজী  শামসুল  হক, এস  কে  দাশ  সুমন, জাভেদ  ভূইয়া,  যুগ্ন  সদস্য  সচিব  তাপস  দাশ,  রিয়াজ  আহমেদ  সরকারি  বালিকা  উচ্চ  বিদ্যালয়ের  প্রধান  শিক্ষক  সুধাংশু  রঞ্জন  দেবনাথ,  শিক্ষক  মোঃ  জহির  আলী, মোঃ  কামাল  উদ্দিন,  মোঃ  মিজানুর  রহমান  বি,  টি,  আর,  আই  উচ্চ  বিদ্যালয়ে  শিক্ষক  মোঃ  ফয়সল  আহমেদ  প্রমুখ।