শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং সভা 

    0
    236
    সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  “একটি গ্রাম একটি দেশ মাদক মুক্ত বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মাদক,চুরি,ডাকাতি, ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান আশিক।
    বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক দুলাল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শমসের আলম খাঁন, কালাপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস ছালাম সোনা মিয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন, কালাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান, সাধারন সম্পাদক খোরশেদ আলম, কালাপুর ইউপি বিট পুলিশের কর্মকর্তা সাব ইন্সপেক্টর আলমগির হোসেন প্রমুখ।
    অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।