শ্রীমঙ্গলে বিপন্ন বনরুই উদ্ধার

    0
    244

    আমারসিলেটটুয়েন্টিফোরডটকম,২৬এপ্রিল,প্রতিনিধি,শ্রীমঙ্গল,মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে নিয়ে এসেছে।

    স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালবেলা স্থানীয় শিমুল দেব বনরুইটিকে সবজি ক্ষেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন।

    বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুই টি তুলে দেন। এর পিছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে। তিনি আরো জানান বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হবে।

    বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির। বনরুই এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন (ঈযরহবংব ঢ়ধহমড়ষরহ) বলা হয়।