শ্রীমঙ্গলে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    0
    224
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রকল্পের সার্বিক অবস্থান ও অগ্রগতি অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
    মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
    শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন এর সভাপতিত্বে এবং এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড মোঃ মাহমুদুর রহমান মামুন।
    সেমিনারে প্রকল্পের সার্বিক অবস্থান ও অগ্রগতি  বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্হাপন করেন এমসিডা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো.মোরসালিন মুকিত।
    সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাশ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।