শ্রীমঙ্গলে বিজিবির আয়োজনে পোনা অবমুক্তকরণ কর্মসুচি

    0
    214

    বিক্রমজিত বর্ধন,নিজস্ব প্রতিনিধি: ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। আর এ উপলক্ষে প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করার শুভ সুচনা করা করা হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতর এই মাছের পোনা উপজেলার বিভিন্ন স্থানে অবমুক্ত করা হবে।

    বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সদর দপ্তরে শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে মৎস পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাহিদ হোসেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ, ৪৬ বিজি অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল-মোমেন, ৫৫ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মঈন উদ্দিন, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের মেডিক্যাল অফিসার লে. কর্ণেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।