শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

    0
    254

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৪এপ্রিল,জহিরুল ইসলামঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল,কুলাউড়া,বড়লেখা,জুড়ী,রাজনগর,কমলগঞ্জ, মৌলভীবাজার সদর জেলার উপজেলা শহর গুলোতে  নানা আয়োজন আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে  উদযাপিত হয়েছে বাঙালির চিরায়ত উৎসব বাংলা বর্ষবরণ।
    শ্রীমঙ্গলে শুক্রবার  সকালে অনুশীলন চক্রের উদ্যোগে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, ক্লাব ,গানে স্কুল আবৃত্তি স্কুল প্রায় শতাধিক প্রতিষ্ঠান বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে হাজারও  মানুষ ।
    শোভাযাত্রাটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়।
    অপরদিকে শুত্রুবারে শ্রীমঙ্গল পৌরসভার কিশোরী ক্লাবের উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে  ১ দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়।
    এদিকে বর্ষবরণ উপলক্ষে অনুশীলন চক্রের উদ্যোগে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে চার দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। চার দিন ব্যাপী  মেলাতে রয়েছে বিভিন্ন সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগীতা এবং উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন থিয়েটারের পরিবেশনায় নাট্য । তবে এবারে সরকারী নিষেধজ্ঞা থাকার কারনে দেশের বৈশাখীর অনুষ্ঠান মালা চলবে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত ।