শ্রীমঙ্গলে পুলিশের জালে ভুয়া “এস আই” হবিগঞ্জের আবুল আটক

    0
    240
    বিক্রমজিত বর্ধন,নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডস্থ শাপলা মার্কেটের সম্মুখ থেকে আবুল ইসলাম (৩২) নামে মৌলভীবাজার থানার এস আই দাবীকারী ভুয়া পরিচয় প্রদানের অভিযোগে  একজনকে আটক করেছে পুলিশ।
    শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, মৌলভীবাজারে চুরি হয়ে যাওয়া একটি ইজি বাইক উদ্ধার করে দিবে বলে গ্রেফতার কৃত ভুয়া এস আই পরিচয় দানকারী আবুল ইসলাম (৩২), পিতা মৃত আ: কাদির, সাং মদনপুর, থানা মাধবপুর, জেলা হবিগঞ্জ, তিনি নিজেকে মৌলভীবাজার থানার এস আই পরিচয় দিয়ে ইজি বাইকের মালিক অনন্ত কুর্মী  নামে একজনের নিকট ৫ হাজার টাকা দাবী করে এবং ১৮০০ টাকা প্রথম দফায় নেয়।

    পরে রোববার (৫ আগষ্ট) সন্ধ্যায় শাপলা মার্কেটের সম্মুখে বাকি ৩২০০ টাকা নিতে আসে, তখন অনন্ত কুর্মী তার ইজি বাইক কোথায় জিজ্ঞেস করলে সে বলে শাহজিবাজার থানায় আছে বলে জানায়, শাহজিবাজার নামে কোন থানা না থাকায় তাহাকে ভুয়া এসআই বলে সন্দেহ হলে, অতি সত্তর শ্রীমঙ্গল থানায় সংবাদ দিলে এসআই মো: রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ আবুল ইসলামকে ঘটনা স্থল থেকে পুলিশি হেফাজতে নেয়, মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এস আই না থাকায় জিজ্ঞাসাবাদে সে ভুয়া এসআই বলিয়া স্বীকার করে।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃত আবুল ইসলাম ভুয়া এসআই পরিচয় দেওয়ায় তাহার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।