শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন ট্রেনিং সমাপ্তি হলো

0
551
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন ট্রেনিং সমাপ্তি হলো

মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জানা মতে এই প্রথম নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৫ দিনব্যাপী “ফ্যাশন ডিজাইন” এর ট্রেনিং ২৩ সেপ্টেম্বর বিকালে শহরের সুরভীপাড়ায় সমাপ্ত হয়েছে। ট্রেনিং প্রোগ্রামটি ১৯ সেপ্টেম্বর থেকে ‘বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BWCCI) কর্তৃক শুরু হয়েছিল।

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন ট্রেনিং সমাপ্তি হলো
সুলতানা আক্তার আইরিন ও সাবা নওরিন প্রশিক্ষক এর সাথে অংশগ্রহণকারী উদ্যোক্তা নারীরা।

জানা যায়, কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমদ নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ ওমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BWCCI) ‘র প্রতিষ্ঠা করেন। উক্ত সংস্থার উদ্যোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সুলতানা আক্তার আইরিন এর উদ্যোগে সংস্থার স্থানীয় উপদেষ্টা মোঃ কবির এর সহযোগিতায় ৩০ জন নারীর অংশগ্রহণে ফ্যাশন ডিজাইন এর ৫ পাঁচ দিনব্যাপী ট্রেনিং কার্যক্রম সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়।
ফ্যাশন ডিজাইন ট্রেনিং এর বিদায়ের দিনে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া খান, শ্রীমঙ্গল পৌরসভার ৭ নং ওয়ার্ড কাওন্সিলর(প্যানেল মেয়র-২) মীর এম এ সালাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোঃ লিয়াকত আলীসহ আমার সিলেট পত্রিকার প্রধান সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী উপস্থিত ছিলেন।
ট্রেনিং শেষে নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা নিয়ে বিভিন্নজন তাদের অনুভূতি সংক্রান্ত স্মৃতিচারণ করেন।
পরে এস এম ইয়াহিয়া খান, মীর এম এ সালাম, শাহ মোঃ লিয়াকৎ আলী,মো: কবির ও আনিছুল ইসলাম আশরাফী বক্তব্য রাখেন।
ঢাকা থেকে আগত ফ্যাশন ডিজাইন ট্রেইনার সাবা নওরীন ৫ দিনের ট্রেনিং করাকালীন সময়ে বিভিন্ন অভিজ্ঞতার দিক তুলে ধরেন এবং ট্রেনিং কাজে লাগাতে প্রয়োজনীয় জে কোন সহযোগিতা করার কথা বলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতানা আক্তার আইরিন।
পরিশেষে উপস্থিত প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তাদের এই রকম ট্রেনিং এর আরও আয়োজন করে নারীদের স্বাবলম্বী করতে সংশ্লিষ্ট সংস্থা গুলোকে এগিয়ে আসার প্রয়োজন উপলদ্ধি করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে ট্রেনিং এর সমাপ্তি ঘোষণা করেন।

পূর্বের সংবাদের লিঙ্ক দেখুনঃ- http://www.amarsylhet24.com/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa/