শ্রীমঙ্গলে নৃত্যালয়ের পরিবেশনায় “ইছামতির বাঁকে” মঞ্চস্থ

    0
    265
    হৃদয় দাশ শুভঃ শ্রীমঙ্গলের মহসীন অডিটোরিয়ামে মঞ্চস্থ হলো ইছামতি নদীর তীরের মানুষের জীবনকাহিনী নিয়ে রচিত নৃত্যনাট্য “ইছামতির বাঁকে” । এম এ করিমের রচনায় এবং শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশের নাট্যরুপ ও পরিচালনায় নৃৃৃৃত্যনাট্যটি শুক্রবার (২৪ আগস্ট) সন্ধায় মঞ্চস্থ হয় ৷নৃত্যনাটের মাধ্যমে ইছামতি নদীর তীরের মানুষের জীবন সংগ্রাম এবং ভালোবাসা বিরহ খুব সুচারুরুপে ফুটিয়ে তোলা হয়৷ইছামতির নদীর তীরের এক প্রেমিক যুগলকে নিয়ে এই নৃত্যনাট্যের গল্প এগিয়ে যায় ৷
    নৃত্যনাটের পরতে পরতে ছিলো জীবন সংগ্রাম ,সুক্ষ হাস্যরস এবং ইছামতি দীর তীরের বেদেদের জীবন সংগ্রামের গল্প ৷নৃৃৃৃত্যনাট্যটি এক প্রেমিক যুগলের গল্প যাদের ভালোবাসার অপরাধে গৃহত্যাগী হয়ে বেদেদের কাছে আশ্রয় নিতে হয়৷
    এই যুগলকে কেন্দ্র করে গল্প এগুলেও নৃত্যনাট্যের অনান্য চরিত্রগুলিও অসামান্য অভিনয় ও নৃত্যশৈলীর কারনে সমানভাবে প্রভাব বিস্তার করে ৷

    উপস্থিত দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেন নৃত্যনাট্যটি৷নৃত্যনাট্যের দুটি প্রদর্শনীতেই দর্শকের উপচে পড়া ভীড় লক্ষ করা যায় ৷প্রদর্শনী শেষে প্রত্যেকেই নৃত্যনাট্যের ভৃয়সী প্রশংসা করেন এবং সবাই আশা প্রকাশ করেন ভবিষ্যতে নৃত্যালয় এরকম চমৎকার সুন্দর আরও নৃত্যনাট্য উপহার দিবে৷