শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত অটোরিক্সার দৌরাত্ম্য !

    0
    238

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৫এপ্রিল,এস কে দাশ সুমনঃ চায়ের  রাজধানী  খ্যাত  পর্যটক  নগরী   শ্রীমঙ্গল  শহরে   জননিরাপত্তার  কথা  মাথায় রেখে  ২০১৫  সালের  ফেব্রুয়ারি  মাসে  শ্রীমঙ্গল উপজেলার  আইন  শৃঙ্খলা  পরিস্থিতির  সভায় উপজেলা  প্রশাসন  শ্রীমঙ্গল  পৌরসভা  ও স্থানীয়  প্রশাসন  মিলে  সর্বসম্মত  ভাবে  অত্র এলাকায়  ও  আঞ্চলিক  মহাসড়কে  জন দুর্ভোগ  সৃষ্টিকারী  ব্যাটারি  চালিত  অটোরিক্সার চলাচল  নিষিদ্ধ  করে  স্থানীয়  প্রশাসন। তখনকার  উপজেলা  প্রশাসনের  দায়িত্বে  থাকা উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  মো. শহীদুল  হক এ  বিষয়ে  হুঁশিয়ারি  দিয়ে  বলেছিলেন  মন্ত্রী পরিষদ  বিভাগ  ও  জেলা  আইন  শৃঙ্খলা কমিটির  যথাযথ  নির্দেশনা  বাস্তবায়ন  করতেই জনস্বার্থে  এমন  সিদ্ধান্ত  নিতে  হয়েছে।

    শ্রীমঙ্গলে  শহর  ও  পার্শ্ববর্তী  এলাকায়  প্রায়   ৮ শতাধিক  রিক্সা  চলাচল  করছে।  সল্পপূজিতে   অনেকেই  একে  লাভজনক  ব্যাবসা  মনে  করে মাত্র  ৪০  হাজার  টাকা  ব্যায়ে  ব্যাটারী  চালিত অটোরিক্সার  তৈরি  করেন। এসব  অটোরিক্সার প্রত্যেকটি  ব্যাটারি  চার্জ  দিতে  পাঁচ  দিনে  যে পরিমাণ  বিদ্যুত  খরচ  হয়  তা  দিয়ে  একটি পরিবারের  পুরো  মাসের  বিদ্যুতের  যোগান দেওয়া  সম্ভব।

    তাছাড়া  ক্ষিপ্র  গতি  ও  গ্রাহকদের  কাছ  থেকে বাড়তি  ভাড়া  আদায়  করার  অভিযোগ  ত আছেই।  প্রতিনিয়ত  দূর্ঘটনার  শিকার  হয়েছেন অসংখ্য  যাত্রী।

    বর্তমানের  প্রশাসনের  কর্তাব্যক্তিদের  বুড়ো আঙুল  দেখিয়ে  শ্রীমঙ্গল  শহরতলি  ও আশপাশের এলাকায়  চলছে  অটোরিক্সার দৌরাত্ম্য। যাত্রী  নিয়ে  হরহামেশাই  দেখা মিলছে  রিকশা  নামক দানব  যন্ত্রটির। বিশেষ করে  রাতের  বেলা  শ্রীমঙ্গল  চৌমুহনা  চত্বরে দেখতে  পাওয়া  যায় এই যন্ত্র  দানবের জটলা। শ্রীমঙ্গল  ট্রাফিক  বিভাগ  ও  প্রশাসনের  সুষ্ঠ নজর  দারির  অভাবে বেপরোয়া  এসব  চালক বৃন্দ বলে জানান স্থানিয়রা।