শ্রীমঙ্গলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও রামাদ্বানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

0
484
শ্রীমঙ্গলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও রামাদ্বানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা
শ্রীমঙ্গলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও রামাদ্বানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শনিবার (২ এপ্রিল ২০২২) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর শোভাযাত্রা ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শ্রীমঙ্গল চৌমুহনা সংলগ্ন কলেজ রোডে এসে শেষ হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী যুব সেনার শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মামুনুর রশিদ ও সঞ্চালনা করেন বাংলাদেশে ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানববন্ধনে প্রথমেই বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া,তিনি বলেন ‘বারবার এর মত এবারও সিন্ডিকেট করে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছেন’।

বক্তারা বলেন,জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছিল সেই রাজাকারের সন্তান বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগ কোন মতেই মেনে নেওয়া হবে না। নবী দ্রোহী, অলি-আউলিয়া বিদ্বেষী; সর্বোপরি আপাদমস্তক বিতর্কিত ব্যক্তি রুহুল আমিনকে এ পদে আসীন করার সিদ্ধান্ত এদেশের সুফীবাদী মানুষের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে। প্রতি বিলম্বে তাকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বাদ দেওয়া হোক।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী হাবিবুর রহমান এর দোয়ার মাধ্যমে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠানের সমাপ্ত হয়।