শ্রীমঙ্গলে দেওয়ান শামসুল ইসলাম স্কুলে বিদায়ী অনুষ্ঠান

    0
    593

    নিজস্ব প্রতিনিধি,সাদিক অাহমেদঃ শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষকের বিদায় উপলক্ষে বিদায়ী সম্মাননা ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অাজ মঙ্গলবার দুপুর ১ টায় শুরু হয় অনুষ্ঠানটি।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা.হরিপদ রায়ের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রহিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউঅারসি এর ইন্সট্রাক্টর এস এম ফয়সাল হোসেন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ অালী,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী,উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরঅান থেকে তিলাওয়াত করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃইসহাক মিয়া।তারপর পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী শ্রাবন্তী ধর।

    তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনয় পালের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।তারপর বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী,মোহাম্মদ অালী,ইউঅারসি ইন্সট্রাক্টর এস এম ফয়সাল।বিদায়ী শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষিকা রীতা মণি বারই।অাবেগ অাপ্লুত কণ্ঠে তিনি বলেন”একদিন সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে বিদায় নিতে হয়।বিদায় শব্দটি অনেক ভারী।বিদায় অামার কাছে দ্বিতীয় মৃত্যু সমতুল্য।অামি অাপনাদের সবার কাছ থেকে দোয়া ও অাশীর্বাদ কামনা করছি”।

    তারপর শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষা সমাপনী ও বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রী ফারজানা অাক্তার শাম্মী।তারপর মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থী মীম অাক্তার।মানপত্র পাঠ শেষে বিদায়ী শিক্ষকদের হাতে শ্রদ্ধাঞ্জলী দেন বিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন সৈকত,কুরবান হোসেন,শাহাদত হোসেন,মীম অাক্তার।তারপর বিদায়ী শিক্ষকদেরকে বিদায়ী উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন”তোমরা অার কিছুদিন পর শিক্ষা জীবনের একটি স্তর থেকে অারেকটি স্তরে প্রবেশ করবে।তোমাদের জন্য রইলো শুভ কামনা।অনেক বিদ্যালয় গেটে লেখা থাকে জ্ঞানের জন্য অসো,সেবার জন্য বেরিয়ে যাও।অামরা বলবো না তোমরা স্কুল থেকে বের হয়ে সেবা করো।অামরা বলবো তোমরা একটি স্তর সাকসেসফুল ভাবে পার করে নতুন স্তরে প্রবেশ করো”।তিনি বিদায়ী শিক্ষকগণেরও জীবনের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।এসময় তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসএমসি ডা.হরিপদ রায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

    অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা.হরিপদ রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন”যেহেতু অাজ অামি সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি তবে অামি একটা জায়গায় দুর্বল ছিলাম যে অামার বিদ্যালয়ে কোনো ট্যালেন্টপুল বৃত্তি অাসে নাই।তাই অামি তোমাদের কাছ থেকে এবার ট্যালেন্টপুল বৃত্তি অাশা করছি।তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রিজাল্ট করে স্কুলের সম্মান বয়ে অানবে”।

    তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন”যদি কোনো শিক্ষার্থী দুইদিনের বেশী অনুপস্থিত থাকে তবে গার্ডিয়ানকে ফোন দিয়ে কারণ জানার জন্য।যদি শিক্ষার্থী অসুস্থ থাকে তবে অামার সাথে যোগাযোগ করার করবে।অামি বিনামুল্যে ট্রিটমেন্ট দিবো”।এসময় তিনি বিদায়ী শিক্ষকদের বাকি জীবনের সার্বিক কল্যান,সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।”

    সবশেষে বিদায়ী সমাপনী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও পরীক্ষা উপকরণ সম্বলিত ফাইল তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।