শ্রীমঙ্গলে দিনদুপুরে ৮ লক্ষ টাকা ছিনতাইঃআহত-১

    0
    192
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০১মার্চ,এস কে দাশ সুমন: কমলগঞ্জ  উপজেলার  মুন্সিবাজারের  ঠিকাদারি  প্রতিষ্ঠান  মেসার্স  আলী  টেডার্সের  সুপারভাইজার  মোঃ  সাইদুল  ইসলাম  সরকারি  কাজের  বকেয়া  বাবদ  নিজ  প্রতিষ্ঠানে  নামে  শ্রীমঙ্গল  উপজেলা  পরিষদের  ইউ এন ও  মোঃ  মোবাশশেরুল  ইসলামের  নিকট  হইতে  সরকারি  কাজের   পাওনা  বাবদ  ৮  লক্ষ  টাকার  চেক  নিয়ে  শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ  সোনালী  ব্যাংক  হতে  ক্যাশ  উত্তোলন  করে  সিএনজি  যোগে  উপজেলা  পরিষদে  যাবার  প্রাক্কালে শহরের কোট  রোডস্থ  জাতীয়  যুব  উন্নয়ন  কম্পিউটার  প্রশিক্ষণ  কেন্দ্রের  সামনে  আসলে  দুই  টি  মোটর  সাইকেলে  ৫  জন  সংঘবদ্ধ  ছিনতাইকারী  দল  তার সিএনজির   গতি  রোধ  করে  সাইদুল  ইসলামকে  ডান  পায়ে  চাপাতি  দিয়ে  আঘাত  করে  টাকার  ব্যাগ  ছিনিয়ে  নিয়ে  পালিয়ে  যায়।
    চাপাতির আঘাতে ভেঙ্গে যাওয়া মোবাইল সেট।

    শ্রীমঙ্গল  থানা  প্রশাসন  খবর  পেয়ে  ঘটনাস্থল  পরিদর্শনে  আসে। এ  ব্যাপারে  শ্রীমঙ্গল  উপজেলা  নির্বাহী  কর্মকর্তা মোবাশশেরুল  ইসলাম  বলেন  ছিনতাইকারী  দলটি  সংঘবদ্ধ  ছিল  প্রশাসন  বিষয়টি  তদন্ত  করে  দেখছে।

    শ্রীমঙ্গল  উপজেলা  মহিলা  ভাইস  চেয়ারম্যান  মোছাম্মত  হেলেনা  চৌধুরী  বলেন  আইন  শৃঙ্খলা  পরিস্থিতি  কিছুটা   অবনতি  হয়েছে  নচেৎ  দিনে   দুপুরে  উপজেলা  পরিষদের  সামনেই  ছিনতাই  একটি  হতাশাজনক  ঘটনা  আশা  করি  প্রশাসন  ঘটনার  সুষ্ঠু  তদন্ত  করে  দোষীদের  আইনের   আওতায়  আনবে।