দাওয়াতে ইসলামীর ”বিশিষ্ট ব্যাক্তিবর্গের ইজতিমা” অনুষ্ঠিত

    0
    238

    “শ্রীমঙ্গলে আগামী ১০ই অক্টোবর থেকে ৭ দিন ব্যাপী নামাজ কোর্স চালু হচ্ছে”

    সাদিক আহমদ,নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বব্যাপী কুরআন-সুন্নাতের প্রচার প্রসারে ইসলামের সহিহ আকিদা-আকায়েদ শিক্ষার আলোকে প্রায় দুই শতাধিক দেশে দাওয়াতে ইসলামী মাদানী কাজ করে যাচ্ছে এরই প্রেক্ষিতে  হজরত শাহজালাল ইয়ামনি (রাঃ) স্মৃতি বিজড়িত সিলেট অঞ্চলের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে দাওয়াতে ইসলামীর উদ্যোগে আজ শনিবার (২৯সেপ্টেম্বর২০১৮) বা’দ জোহর “বিশিষ্ট ব্যাক্তিবর্গের ইজতিমা” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার বিশিষ্ট জনেরা অংশগ্রহন করেন।

    পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন ক্বারি জুনায়েদ আহমদ আত্তারী,হামদ ও না’তে রাসুল পরিবেশন করেন আলফে সানী আত্তারী।পরে ইসলামী আলোচনা করেন,দাওয়াতে ইসলামীর বাংলাদেশের সহ-সভাপতি ও মাদানি চ্যানেলের জনপ্রিয় আলোচক মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারী, তিনি বলেন-কারো দিকে ব্যার্থতার আঙ্গুলি না তুলে নিজের প্রতি আঙ্গুল তুলেন এবং আসুন নিজের কাজ নিজে করি নিজের পরিবারে সুন্নাতের আমল করি তাহলেই কেবল মুসলমানদের অতীত গৌরব ফিরে আসবে এবং সমাজে ইসলাম প্রতিষ্ঠা  করা সম্ভব হবে।

    তিনি আরও জানান,আগামী ১০ই অক্টোবর থেকে শ্রীমঙ্গলে ৭ দিন ব্যাপী নামাজ কোর্স হবে আপনারা যারা আগ্রহী আশা করি এতে অংশ গ্রহণ করে সঠিক ভাবে নামাজ আদায় করার বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন এবং অপরকে শিক্ষা দিবেন”  সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ আলফে সানী আত্তারী, মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ হেলাল আত্তারী, মৌলভীবাজার জেলার সভাপতি(জিম্মাদার) মোহাম্মদ ইসমাইল আত্তারী আত্তারী,শ্রীমঙ্গল উপজেলার সভাপতি (জিম্মাদার) মনিরুজ্জামান মোহন,কমলগঞ্জ উপজেলার সভাপতি (জিম্মাদার) মোহাম্মদ শফিক আত্তারী।

    এ সময় বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট শিল্পপতি,আলহাজ্জ সিরাজুল ইসলাম  চৌধুরী (হারুন) এবং আল্লামা সিরাজনগরীর বড় ছেলে,সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ।

    শেখ শিব্বির আহমেদ তার আলোচনায় বলেন,”নামাজ সহিহ ভাবে আদায় না করলে নামাজ হবে না,অনেক কথাই বলা যায় না কোন কোন ইমামকেও সহিহ ভাবে নামাজ  আদায় করতে দেখা যায় না,ফলে ইচ্ছা থাকলেও অনেক জায়গায় নামাজ পড়া সম্ভব হয় না তাই দাওয়াতে ইসলামীর ৭ দিনের নামাজের কোর্সে ভর্তি হয়ে নিজের নামাজকে ঠিক ভাবে পড়ার চেষ্টা করবেন আশা করি।”

    ৫নং কালাপুর ইউপির সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা,এম,এ মতলিব,৩নং শ্রীমঙ্গল সদর ইউপির সাবেক চেয়ারম্যান,উপজেলা কৃষকলীগ সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হক,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতি আনিছুল ইসলাম আশরাফী,সিনিয়র সাংবাদিক,বাংলাটিভির শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি বিক্রমজিত বর্ধন,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম এর সহকারী সম্পাদক মকবুল হাসান ইমরান,বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী লোকমান হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত আত্তারীসহ বিভিন্ন পেশার গুরুত্বপুর্ন  ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।