শ্রীমঙ্গলে “ত্রয়ীগ্রন্থের পাঠ পরিক্রমা” অনুষ্ঠান

    0
    274
    প্রিতম পাল,শ্রীমঙ্গল থেকেঃ কবি, সাহিত্যকদের মিলনমেলায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ত্রয়ীগ্রন্থের পাঠ পরিক্রমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    শনিবার রাতে শহরের ভানুগাছ সড়কের মহসিন অডিটরিয়ামে নাগরদোলা থিয়েটারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা ও সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস। ডা. বিনেন্দু ভৌমিকের কাব্য ‘মৌমিতাকে লিখা পদ্য’, কবি ও নাট্যকার জহিরুল মিঠুর কাব্য ‘নোঙর তার লুঠ হয়ে গেছে’ ও কয়েস সামীর গল্পগ্রন্থ ‘লাকি থার্টিন’ এই ত্রয়ীগ্রন্থ নিয়ে পাঠ পরিক্রমায় আলোচনা করেন গল্পকার, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক ও সংস্কৃতিকর্মী অধ্যাপক কমলকলি চৌধুরী, ছড়াকার ও অধ্যাপক অবিনাশ আচার্য।
    আলোচনার ফাঁকে ফাঁকে মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি, গান ও নাটক পরিবেশন করেন নাগরদোলা থিয়েটারের শিল্পীরা।