শ্রীমঙ্গলে ড্রেন থেকে মানবসন্তানের দেহ উদ্ধার

    0
    250

    জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন থেকে পলিথিনে মোড়ানো ১ টি ৪-৫ মাস বয়সের ফিটাস শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গর্ভে থাকা অবস্থায় আনুমানিক প্রায় ৫-৬ মাস বয়স হবে।  চিকিৎসকরা এই ধরনের গর্ভস্থ সন্তানকে ফিটাস বলে থাকেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে (ফিটাস) এবরেসন করে বের করা হয়েছে।

    সংবাদ পেয়ে শনিবার শহরতলীর সিন্দুরখাঁন সড়কের পাশের ড্রেন থেকে মৃত  উদ্ধার করেছে পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, এবরেসন এর মাধ্যমে গর্ভ থেকে বের করা হয়েছে। কে বা কারা ড্রেনে  ফেলে গেছে। সকালবেলা লোকজন ড্রেনে লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যান। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

    অপরদিকে ওসি অপারেশন নয়ন কারকুন বলেন,ভবিষ্যৎ অপরাধীদের খুঁজে বের করতে বাচ্চাটির ডিএনএ সংরক্ষিত করার বিধান রয়েছে।

    সামাজিকভাবে নৈতিক অপরাধ বৃদ্ধির ফসল এই মৃতদেহ।সমাজ সচেতনদের ধারনা দ্রুত এর সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করা উচিত। নতুবা অন্যেরা উৎসাহিত হবে ।