শ্রীমঙ্গলে ডিজে সাউন্ড বক্স লাগাতে গিয়ে যুবকের মৃত্যু

    0
    245

    শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে পূজার অনুষ্ঠানে ডিজে সাউন্ড বক্স লাগাতে বিদ্যুৎ তাড়িত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।  যুবকের নাম গোপাল হাজরা (২০) পিতা রেনু হাজরা গ্রাম ভাড়াউরা চা বাগান,থানা শ্রীমঙ্গল জেলা মৌলভীবাজার  স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল বুধবার ছিল সনাতন ধর্মাবলম্বিদের মনসা পূজা। ডিজে সাউন্ড বক্স লাগাতে বিদ্যুৎ তাড়িত হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত গোপাল হাজরা  শহরের কলেজ রোডস্থ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।

    রীতি অনুযায়ী মনসা পূজা শেষে বৃহস্পতিবার বিকালে মুর্তি বিষর্জন দেওয়ার কথা থাকায় পুজা অনুষ্ঠানের অস্থায়ী ষ্টেজে ডিজে সাউন্ড বক্স লাগাতে গিয়ে দাঁত দিয়ে কেটে বিদ্যুতের কানেকশন দেওয়ার চেষ্টা করলে বিদ্যুতের স্পর্শে  অজ্ঞান হয়ে পরে।সাথে সাথে স্থানীয়রা শ্রীমঙ্গল উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার লক্ষ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

    তাৎক্ষনিক এ্যাম্বুলেন্সে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টায় সেখানকার কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদ লেখা পর্যন্ত তার পারিবারিক সুত্র আমার সিলেটকে জানান তখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।