শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানব্বন্ধন

    0
    223

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সিরাজুম মুনিরা, দিদার, কিশোর, মোস্তাক,কাজলসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃতদের অবিলম্বে মুক্তি চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ।

    বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের চৌমোহনায় চত্বরে সম্মিলিত নাগরিক সমাজের সংগঠক প্রীতম দাশের স লনায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মৌলভীবাজার জেলা শাখার সদস্য আবুল হাসান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জলি পাল, কবি জাবেদ ভুঁইয়া,মানবাধিকার কর্মী ও সাংবাদিক এসকে দাশ সুমন, গণজাগরণ ম শ্রীমঙ্গল উপজেলা শাখার মুখপাত্র হৃদয় দাশ শুভ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেবসহ প্রমুখ।

    এসময় সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে এমন অভিযোগ এনে বিতর্কিত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে বক্তারা।ভিত্তিহীন অভিযোগে সম্প্রতি শিক্ষক,সাংবাদিক,কার্টুনিস্ট ও একজন লেখককে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে সরকার।তাদেরকে অভিলম্বে মুক্তি দিতে এবং ডিজিটাল আইন বাতিলের দাবী জানানো হয়।

    সম্প্রতি আইনের এ ধারা মোতাবেক বেশ ক’জন সাংবাদিক ও লেখককে গ্রেফতার করা হয়েছে।