শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

    0
    517

    শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বিদের আরাধ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শহরের হবিগঞ্জ সড়কের শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়ায় বণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও সমাবেত প্রার্থনা।

    রোববার সকালে সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ এর আয়োজনে চার দিনব্যাপী জন্মাষ্টমীর অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ উপাধ্যক্ষ  মো. আব্দুস শহীদ।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম, মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।

    পরে আখড়া প্রাঙ্গন থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিভিন্ন দেবতার সাজে সজ্জ্বিত হয়ে সনাতন ধর্মালম্বীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার আখড়া প্রাঙ্গনে এসে শেষ হয়। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সেবা সংস্থা বৈদিক এর আয়োজনে ধর্র্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ধর্মীয়ষ্টানের আয়োজন করা হয়।

    এতে উপজেলার বিভিন্ন এলাকার বৈদিক গীতা স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।