শ্রীমঙ্গলে চায়ের আড্ডা থেকে যৌতূক বিরোধী আন্দোলন শুরু

    0
    291

    হৃদয় দাশ শুভ,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ একটি চায়ের দোকানে দশ বারোজন বাদাম, মুড়ি খাওয়া ও চা পানের আড্ডাতে প্রতিদিনের ন্যায় আজ সোমবার সন্ধ্যায় দেশ বিদেশের রাজনীতি,ধর্ম,ব্যবসা-বাণিজ্য,ইন্টারনেটসহ ছোটখাটো থেকে বড় বড় ইস্যু নিয়ে আলাপ আলোচনা তর্ক বিতর্ক,পক্ষে বিপক্ষে মতামত নিয়ে উম্মুক্ত আলোচনা থাকেই৷আজও এর ব্যাতিক্রম হযনি, সন্ধ্যা ৭টার দিকে চা খেতে বের হলে হঠাৎ হাফেজ গোলাম মোস্তফা এসে পড়েন,তিনি আমাদের সকলকে ঝালমুড়ি খাওয়ার আমন্ত্রন দেন৷মুড়ি ওয়ালা না থাকায় বাদাম ওয়ালাকে ডেকে বাদাম কিনে খাওয়া হয়৷

    পরবর্তীতে পাশের চায়ের দোকান “লিলি হোটেলে চা খেতেও বলেন৷আমরা চা পান করতে বসি,এসময় আমরা ১০/জন ছিলাম যথাক্রমে আনিছুল ইসলাম আশরাফী,মোহাম্মদ মনসুর,মকবুল হাসান ইমরান,শিমুল তরফদার,হৃদয় দাশ শুভ,বিক্রমজিৎ বর্ধন,সোহাগ আহমেদ,মামুনুর রশীদ,হাফেজ গোলাম মোস্তফা,রোমান আহমদ শিপুল,আব্দুল কাইয়ুম,প্রীতম পাল প্রমুখসহ চা-স্টলে উপস্থিত অন্যান্য ব্যাক্তিবর্গ।

    চা পানের এক পর্যায়ে অহিংস দিবস,মহাত্না গান্দী,ন্যালসনম্যানডেলা,পুজিবাদ,ইত্যাদির মধ্য থেকে নোয়াখালীর ভাষা ও  ভাষা নিয়ে নানা জেলায় নানাভাবে উচ্চারণ ও ব্যবহার সম্পর্কে আলোচনার এক পর্যায়ে “মুখোমোখি” শব্দটি বলার ভঙ্গীমার বিষয়ে বি-বাড়িয়া জেলার লোকদের উচ্চারণ,চট্টগ্রামে কোরবানির জন্য শশুরবাড়ি কর্তৃক গরু উপহার,পত্রিকায় প্রকাশ চিংড়ি মাছ না পেয়ে বর কর্তৃক বিবাহ ভণ্ডুল কথোপকথন ও তর্ক বিতর্কের এক পর্যায়ে আনিছুল ইসলাম আশরাফী উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে যৌতুকের কারণে সমাজের বর্তমান অবস্থা ও অপরাধের ভয়াবহতা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উপস্থিত সকলকে এ বিষয়ে একটি আন্দোলনের সূচনা করার সিদ্ধান্ত নিতে  অনুরোধ করলে শিমুল তরফদারসহ উপস্থিত সকলেই সাড়া দেন এবং এ ব্যাপারে গঠনতান্ত্রিক আন্দোলন করার একটি মঞ্চ গঠনের উদ্যোগ গ্রহণ করার অলিখিত সিদ্ধান্ত হয়।

    এ সময় অনলাইনে প্রচারণার জন্য হৃদয় দাশ শুভকে বললে তিনি “যৌতূক বিরোধী আন্দোলন মঞ্চ” নামটির প্রস্তাব করলে বিনা বাক্যে তা গ্রহণ হয়।তাৎক্ষণিক ওই নামে অনলাইনে একটি পেইজ বুক গ্রুপ ও করে ফেলেন শিমুল তরফদার।পরে আনিছুল ইসলাম বলেন,আমাদের এখানে যারা অবিবাহিত রয়েছেন তাদের থেকে আমরা প্রাথমিক শপথের মাধ্যমে কাজ শুরু করবো,তখন একে একে বিবাহে যৌতুক নিবেননা,কাউকে নিতে দিবেন না বলে ক্রমান্নয়ে ঘোষণা দেন এবং শপথ করেন-প্রীতম পাল,শিমুল তরফদার,কাইউম আহমদ, হৃদয় দাশ শুভ,মকবুল হাসান ইমরান।

    উল্লেখ্য,এ সময় চা স্টলে থাকা অপর দুই জন আলোচনা শুনে স্ব-ইচ্ছায় যৌতূক না নেওয়ার ঘোষণা দেন তারা হলেন,একজন “বে” কোম্পানিতে এবং অপরজন লটোতে শ্রীমঙ্গল শাখায় চাকরী করেন।

    পরিশেষে সকলের ঐক্যমতে “যৌতূক বিরোধী আন্দোলন মঞ্চ” নামে গণসচেতনতা মূলক আন্দোলনের যাত্রা শুরু হয়।