শ্রীমঙ্গলে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সভা

    0
    240

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জুনঃএস কে দাশ সুমন:  বাংলাদেশ  গ্রুপ  থিয়েটার  ফেডারেশনের  ২৩  তম  জাতীয়   সম্মেলন  ও  নির্বাচন  পরবর্তী  সময়ে  নির্বাচনে  পরাজিত  প্রার্থীর  দ্বারা  ফেডারেশনের  ভাবমূর্তি  বিনষ্টের  প্রতিবাদে  সিলেট  বিভাগীয়  সাংগঠনিক  পর্যবেক্ষণ  ও  সংগঠনের  সদস্য  থিয়েটারের  নাট্যকর্মীদের  নিয়ে  যৌথ  সমন্বয়  সভা   সাথে  ফেডারেশনের  নতুন  কার্যনির্বাহী  কমিটির  সিদ্ধান্ত  মোতাবেক  সাংগঠনিক  প্রতিবাদ  সভা  অনুষ্ঠিত  হয়  মঙ্গলবার  দুপুর  ১২  ঘটিকায়  শ্রীমঙ্গল  শহরের  হবিগঞ্জ  রোডস্থ  নরেশ  ম্যানসনের  দ্বিতীয়  তলায়  এন  আর  বি  এজেন্ট  ব্যাংকের  কার্যালয়ে।

    প্রতিবাদ  সভায়  সভাপতিত্ব  করেন অনিরুদ্ধ  দাশ  শান্তনু, বাংলাদেশ  গ্রুপ  থিয়েটার  ফেডারেশনের  কেন্দ্রীয়  সভাপতি  মন্ডলীর  সদস্য  ( সভাপতি, জীবন  সংকেত,  থিয়েটার, হবিগঞ্জ )  সঞ্চালনা  করেন  মোঃ  জালাল  উদ্দিন  রুমি, কেন্দ্রীয়  কমিটির  সিলেট  বিভাগীয়  সাংগঠনিক  সম্পাদক ( দল  প্রধান,  শায়েস্তাগঞ্জ  থিয়েটার ) উপস্থিত  ছিলেন  জগদ্বীপ  দাশ  তনু, কেন্দ্রীয়  নির্বাহী  পরিষদ  সদস্য, (  দিক থিয়েটার, সিলেট ) ইয়াসিন  খাঁন, কেন্দ্রীয়  নির্বাহী  পরিষদ  সদস্য ( সাধারণ  সম্পাদক,  খোয়াই  থিয়েটার, হবিগঞ্জ ) দেলোয়ার  হোসেন  মামুন ( সভাপতি, বিজয়ী  থিয়েটার  শ্রীমঙ্গল ) নীতেশ  সূত্রধর ( সাধারণ সম্পাদক, উচ্ছাস  থিয়েটার, শ্রীমঙ্গল ) গোবিন্দ  রায়  সুমন  ( সভাপতি, উচ্ছ্বাস  থিয়েটার,  শ্রীমঙ্গল, রুপক  দত্ত, ( সদস্য শ্রীমঙগল  থিয়েটার, শ্রীমঙ্গল )  এস কে দাশ সুমন, ( সাধারণ  সম্পাদক, বিজয়ী  থিয়েটার,  শ্রীমঙ্গল ) কামরুল  হাসান  ( দেশ নাট্য  গোষ্ঠী, সিলেট  বিভাগীয়  সদস্য  গ্রুপ থিয়েটার  ফেডারেশন   ) বাবুল  সুত্রধর ( প্রান্তিক  থিয়েটার, সিলেট  বিভাগীয়  সদস্য, গ্রুপ  থিয়েটার  ফেডারেশন ) চন্দন  মহালী  ( প্রতিক  থিয়েটার, সিলেট  বিভাগীয়  সদস্য,  গ্রুপ  থিয়েটার  ফেডারেশন  )

    উল্লখ্য  বিগত  ৪  ও  ৫  ই  জুন  ঢাকাস্থ  সেগুন  বাগিচায়  অবস্থিত  জাতীয়  শিল্পকলা  একাডেমী  প্রাঙ্গণে  বাংলাদেশ  গ্রুপ  থিয়েটার  ফেডারেশনের  ২৩  তম  জাতীয়  সম্মেলন  ও  নির্বাচনে  অংশগ্রহন  কারি  নাট্যকর্মীরা  ভোট  যুদ্ধে  অংশগ্রহণ  এবং  নির্বাচনে  সভাপতি  পদে  লিয়াকত  আলী  লাকী  এবং সাধারণ  সম্পাদক  কামাল  বায়োজীদ  প্রমুখ  জয়লাভ  করেন। পরবর্তীতে  নির্বাচনে  পরাজিত  পার্থীরা  ফেইসবুকসহ  বিভিন্ন  প্রক্রিয়ায়  নির্বাচনকে

    প্রশ্নবিদ্ধ করায়  বাংলাদেশ  গ্রুপ  থিয়েটার  ফেডারেশনের  নির্দেশনা  অনুযায়ী  বিভাগীয়  সাংগঠনিক  প্রতিবাদ  সভার  আয়োজন  করে। সভায়  বক্তারা সকল  ভেদাভেদ  ভুলে  আগামীতে  সকলকে  নিয়ে  একটি  ঐক্যবদ্ধ  ও  শক্তিশালী  গ্রুপ  থিয়েটার  ফেডারেশন  তৈরি  হবে  বলে  আশাবাদ  ব্যক্ত  করেন।