শ্রীমঙ্গলে গেটম্যান বিহিন রেল ক্রসিং একটি মৃত্যুফাঁদ

    0
    210
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮মার্চ,এস কে দাশ সুমন : রাষ্টের  উন্নয়নের  সুফল  জনগণের  দোরগোড়ায়  পৌঁছানোর  দায়িত্ব  রাষ্ট্রের  কর্তাব্যক্তিদের,  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকার  রাষ্ট্রের  সকল  সুনাগরিকের  স্বার্থ  রক্ষায়  বদ্ধপরিকর।  কিন্তু  সেই  উন্নয়ন  প্রকল্পে  জনগনের  নিরাপত্তা  ঝুঁকিতে  ফেলা  নিরাপত্তা  রক্ষী  ছাড়া  রেল  ক্রসিং  কতটুকু  যুক্তিযুক্ত  তা   বলাই  বাহুল্য ।
    সরকারি  হিসেব  অনুযায়ী  বছরে  গড়ে  ২০  টি  ট্রেনের  সাথে  যানবাহনের  সংঘর্ষ  ঘটে,  ৬  বছরে  রেল  ক্রসিং  পারাপার  দুর্ঘটনায়  প্রাণ  হারিয়েছেন  প্রতিমাসে  গড়ে  ১২  জন  মানুষ,  রেল  বিভাগের  হিসেব  অনুযায়ী  সমগ্র  দেশে  মোট   রেল  পথ  আছে  ২  হাজার  ৮৭৭  কিলোমিটার,  মোট  রেল  ক্রসিং  ২  হাজার  ৫  শত  ৪১  টি,  রেল  গেটের  গেটম্যান  আছে   ৪০০   লেভেল  ক্রসিং  এ , ৮৫  শতাংশ  লেভেল  ক্রসিং  এ  নেই  কোন  সতর্কীকরণ  ব্যাবস্থা।  শ্রীমঙ্গল  উপজেলার  আশিদ্রোণ  ইউনিয়নের  ভূজপুরে  গেটম্যান  বিহীন  রেল  ক্রসিং  টি  একটি  মৃত্যুফাঁদ।
    একটু  অসতর্ক  হলেই  ঘটে  যেতে  পারে  বড়  কোন  দুর্ঘটনা  বাড়তে  পারে  আরেকটি  মৃত্যুর  মিছিল। এলাকাবাসীর  উদ্যোগে  একজন  গেইটম্যান  রাখা  হলেও  ব্যক্তিগত  প্রয়োজনে  তিনি  প্রায়ই  কর্তব্য  থেকে  দুরে  থাকেন । সমগ্র  দেশে  প্রতিবছরই  রেল  দুর্ঘটনায়  প্রাণ  হারায়  অজস্র  মানুষ
    কথা  হয়  অত্র  এলাকার  রমিজ  উদ্দিনের  সাথে  তিনি  জানান  দীর্ঘদিন  যাবৎ  রেলক্রসিং  টি  অযন্ত  অবহেলায়  পড়ে  আছে  তাই  এলাকার  মানুষের  নিরাপত্তার  কথা  মাথায়  রেখে  আমরা  এলাকাবাসী  নিজ  উদ্যোগে  এখানে  একজন  গেইটম্যান  রেখে  দিয়েছি  যদিও  তিনি  সব  সময়  ডিউটি  দিতে  অপারগ  আমরা  সরকারের  কাছে  অনুরোধ  রাখছি  এখানে  একটি  স্থায়ী  নিরাপত্তা  ব্যবস্থা  গ্রহণ  করার  জন্য।