শ্রীমঙ্গলে গেইট ম্যান বিহীন মৃত্যুফাঁদ রেলক্রসিং! দ্বায় কার?  

0
1229
সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল থেকেঃ  শ্রীমঙ্গল রেলওয়ের উদাসীনতায় বড় ধরনের দূর্ঘটনার আশংকা থেকে বেঁচে গেলো বহু প্রাণ! গেইট ম্যান বিহীন শ্রীমঙ্গল শাপলা বাগ রেলক্রসিং নিয়োগ থাকলেও কাউকে দেখা যায়না ডিউটি করতে এলাকাবাসীর দাবী।
৯ মার্চ মঙ্গলবার রাত ১১ টার দিকে শাপলা বাগ রেল ক্রসিং পারাপারের সময় শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন হতে সুরমা মেইল ট্রেনটি ছেড়ে গেলেও শাপলা বাগ রেলক্রসিং এ কোন গেইট ম্যান পাওয়া যায়নি।
রেলক্রসিং এর গেইট না ফালানোতে অল্পের জন্য রক্ষা পেলেন প্রাইভেট কার, সিএনজিসহ কয়েকটি মোটর সাইকেল।
স্থানীয়রা জানান, প্রায়ই গেইটম্যান থাকে না, দিনের বেলায় অনেক সময় সাধারণ লোকেরা বা এলাকার ছেলেরা গেইট উঠা নামানোর কাজ করে। আর রাতের বেলা গেইটম্যান কখনোই থাকেনা।
সরেজমিনে রেলক্রসিং পারাপারের সময় দেখা যায় ট্রেনটি গেইটের অতি সন্নিকটে, কিন্তু গেইট নামানো হয়নি। হতবিহ্বল হয়ে দ্রুত রাস্তার মাঝখানে সাইকেল দাঁড় করিয়ে দারিয়ে হাতের ইশারায় যানবাহন গুলো দাঁড় করিয়ে ছবি নিলাম।
এব্যাপারে দ্বায়িত্বরত সহকারী স্টেশন মাষ্টার উদয় কুশল সিনহার নিকট জানতে চাইলে তিনি জানান, এই গেইটটি তাদের ট্রাফিক বিভাগের দ্বায়িত্বে নয়। ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে, এবং এখানে গেইট ম্যান নিয়োগ রয়েছে। কেন এমন হলো বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান তিনি।