শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৪৮৪ জন

    0
    424
    সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টারঃ আজ ২ ফেব্রুয়ারী ২০১৯ ইং তারিখ শনিবার থেকে সারাদেশে এক যোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা।
    শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন থেকে প্রাপ্ত সুত্রমতে,শ্রীমঙ্গল উপজেলা থেকে এবার সর্বমোট ৪,২৫৫ জন স্কুল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।সর্বমোট ২৬ টি বিদ্যালয় (১টি সরকারি বালিকা) এর শিক্ষার্থীরা ৩ টি কেন্দ্রে পরীক্ষা দিবে এবার।যার সাথে অারো ৩ টি ভেন্যু রয়েছে অর্থাৎ মোট ৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
    এদিকে উপজেলায় এবার মাদ্রাসা বোর্ড এর সর্বমোট ৫ টি মাদ্রাসার মোট ২২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।মাদ্রাসা পরীক্ষার্থীদের একমাত্র কেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম ফাজিল মাদ্রাসা।
    উল্লেখ্য,এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশ থেকে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।সর্বমোট ৩ হাজার ৪৯৭ টি কেন্দ্রে ২৮ হাজার ৬৮২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে পাবলিক এই পরীক্ষায়।