শ্রীমঙ্গলে এক রাতে ৭টি মন্দিরে চুরি

    0
    230
    সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক রাতে ৭টি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশী ও ভুনভীর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় গ্রামের মহাদেব বাড়ি, শিববাড়ি, অরি গৌরী আখড়া, মদন মোহন আখড়া, পাল পাড়ার সার্ব জনীন দূর্গা মন্দির, ভীমশী মন্দির, ভিমসী গ্রামের শ্রীশ্রী মহাদেব মন্দিরে চুরি করেছে দুষ্কৃতিকারীরা ।
    এলাকাবাসী জানান, এসব মন্দির থেকে  পিতলের তৈরী মুর্তি, তালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি করে নিয়ে যায় এবং মন্দিরের কয়েকটি ম‚র্তি ভাঙচুর করে। এতে নগদ টাকাসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
    এব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুশীল শীল জানান, শ্রীমঙ্গলে ঐতিহ্যগতভাবে হিন্দু-মুসলিম শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এটা সাম্প্রদায়িকতার কোন ঘটনা নয়। পেশাদার চুরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
    এদিকে খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ন সাধারন সম্পাদক মো: আকরাম খাঁন, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
    এব্যাপরে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, সার্বিক অবস্থা পরিদর্শনে পেশাদার চুরেরাই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।