শ্রীমঙ্গলে এক পাখি শিকারীকে ৩ হাজার টাকা অর্থদন্ড

0
302

সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল থেকেঃ শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২২) ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার। এসময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা, র‍্যাব ৯ এর একটি দল ও স্থানীয় সাংবাদিকরা সার্বিক সহযোগিতা করেন ।

ঘটনাস্থলে ৫ টি বিভিন্ন জাতের পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামক এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ইং মোতাবেক তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় শিকারকৃত পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ৫ টি পাখির মধ্যে জীবিত ৪ টিকে সকলের সম্মুখে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলেই বিনস্ট করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার জানান, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”