শ্রীমঙ্গলে একদিনে সর্বোচ্চ ৪ জন করোনা শনাক্ত

    0
    287

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাদের রিপোর্ট এসেছে।গত ১৯ মে তাদের নমুনা সংগ্রহ করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শনিবার ২৩ মে সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন৷

    আক্রান্তদের দুজনের বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া এলাকায় এর একজন কলেজ রোডস্থ একটি প্রতিষ্ঠানে কাজ করে থাকেন এবং বাকি দুজন শহরতলীর মিশনরোড ও মাস্টার পাড়া এলাকার।যাদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।

    শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম ৪ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,”আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে শ্রীমঙ্গল উপজেলায় ৬ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হন।এর মধ্যে একজন সুস্থ্য হয়েছেন।তার শরীরে করোনা নেগেটিভ এসেছে। এ পর্যন্ত মোট শ্রীমঙ্গলে অক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জন।