শ্রীমঙ্গলে উপজেলার উপ-নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী

0
649
শ্রীমঙ্গলে উপজেলার উপ-নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার আলমগীর হোসেন আমার সিলেটকে জানান,আওয়ামী লীগ মনোনিনত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন আটান্ন হাজার তিন শত পাঁচ ভোট (৫৮,৩০৫) তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা পেয়েছেন তেত্রিশ হাজার দুই শত তিরাশি (৩৩,২৮৩) টি ভোট,অপর স্বতন্ত্র প্রার্থি আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন বার হাজার চার শত ছিচল্লিশটি (১২৪৪৬) টি ভোট এবং মিজানুর রব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪ টি ভোট।

নৌকা প্রতীক নিয়ে ভানুলাল রায় ২৫ হাজার ২২ ভোট ব্যবধানে জয়ী হয়েছেন বেসরকারীভাবে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেম সাগর হাজরা।

উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ ৮০ টি ভোটকেন্দ্রের ৫৭৯ টি বুথ ছিলো। মোট দুই লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৯৫ এবং নারী ভোটার এক লাখ ১৫ হাজার ৭২১ জন।

নির্বাচনে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রব (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী প্রেমসাগর হাজরা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈধ ভোট পড়েছে ১ লক্ষ্য ৬ শত ১৩ তেরটি, বাতিলকূত ভোট পড়েছে ১ হাজার সাতশত ২১ একুশটি।
মোট ভোট পড়েছে ১ লক্ষ্য ৬ হাজার ৫ শত ৪৯ উন্নপঞ্চাশ টি।

ছোটখাটো কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে নির্বাচন সুত্রে জানা গেছে।