শ্রীমঙ্গলে “আই-টেক” এর বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষন

    0
    576

    নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষনের ঘোষণা দিল গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান I-Tech Technical Computer Training Center জোড়পুল,কলেজ রোডস্থ শ্রীমঙ্গলের এই প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দের একজন মোঃ আবুল কালাম আজাদ সোহাগ।

    প্রসঙ্গক্রমে তিনি আমার সিলেট প্রতিনিধিকে জানান, “আমরা যেদিন যাত্রা শুরু করেছিলাম প্রায় ৫ মাস আগের কথা, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সাবেক চিফ হুইফ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি,আওয়ামীলীগ নেতা,দারিকাপাল মহিলা কলেজের প্রিন্সিপ্যাল সৈয়দ মোঃ মনসুরুল হক এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যাক্তিবর্গ ওনারা আমাদের প্রতিষ্ঠানের কাছে শ্রীমঙ্গলের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কিছু করার জন্য আহবান জানিয়েছিলেন।আমরাও সে দিন বলেছিলাম এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম যে শ্রীমঙ্গলে কম্পিউটার শিক্ষা প্রসারে অন্যান্য প্রতিষ্ঠান থেকে অবশ্যই এগিয়ে থাকার চেষ্টা করবো এবং স্থানিয় ছাত্রদের মধ্যে বিশেষ কিছু দেওয়ার  চেষ্টা করবো যাতে করে তারা কম খরচে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে ইন শা আল্লাহ।”

    তিনি আরও বলেন,”আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা শ্রীমঙ্গল শহরস্থ স্কুল,কলেজ,মাদ্রাসা থেকে ৭০ থেকে ৮০ জন ছাত্র-ছাত্রীকে কারিগরি শিক্ষাবোর্ড অধীনস্ত “কম্পিউটার অফিস এপ্লিকেশন (৩ মাস মেয়াদি)” কোর্সটি বিনামুল্যে প্রশিক্ষণ প্রদান করবো। এই প্রোগামের আওতায় গত ২৬ জুলাই  থেকে প্রথম ধাপে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হয়।”

    পর্যায়ক্রমে প্রতিটি স্কুল থেকে নির্দিষ্ট সংখ্যক গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে এই প্রোগ্রামের আওতায় ফ্রী কম্পিউটার শিক্ষা প্রদান করা হবে বলে জানান তিনি।