শ্রীমঙ্গলে আইটেক কম্পিউটার’র উদ্যোগে বাৎসরিক প্রতিযোগিতা

    0
    449

    মিনহাজ তানভীরঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের “আইটেক টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে”র উদ্যোগে আয়োজিত  শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর নওমি মঞ্জিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানে কম্পিউটার কোর্সে শিক্ষার্থিদের মাঝে সনদপত্র বিতরণ,বাৎসরিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অতিথি বৃন্দের সাথে “আইটেক টেকনিক্যাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে”র শিক্ষক ও  পুরস্কার প্রাপ্তরা।

    এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মুন্সুরুল হক,প্রিন্সিপাল দারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ। সভাপতিত্ব করেন ভুনবীর দশরত স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল ঝলক কান্তী চক্রবর্তী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক রজত শুভ চক্রবর্তী। শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক মো: সাইফুল ইসলাম। বিটিআর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ। বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব। আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মো: আব্দুল বাছিত। আছিদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আক্তার হোসেন। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি রক্ষিত। ধোবার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দেব। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামিম আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

    শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর নওমি মঞ্জিলেউপস্থিত দর্শক ও ছাত্র ছাত্রীদের একাংশ।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জলি মল্লিক। এ সময় উক্ত ট্রেনিং সেন্টারের ৪৫জন মেধাবি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। বাৎসরিক কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে অর্পা দাশ ।

    এ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক,শিক্ষকসহ স্থানীয় মিডিয়া কর্মী, রাজনৈতিক কর্মী, সমাজ কর্মী,সাংস্কৃতিক কর্মী ও শতাধিক ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।