শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু চুরি উত্তোলন পরিবহনও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাক

0
203

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে চুরি করে বালু উত্তোলন ও চুরি করে বিক্রির অপরাধে সোমবার (২০ নভেম্বর) এক বালু চোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা কারীদের ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়,শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর চা বাগানের পাশে ভবানপুর নামক এলাকায় বালু চুরির একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ব্যবসা করে আসছে এতে সরকারের যেমন রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি পরিবেশের ভারসাম্যতা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
জানা যায়,মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর চা বাগানের পাশে ভবানপুর নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ফয়সল খানকে ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন এধরনের অভিযান চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চলবে।