শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সমাবেশ

    0
    242

    বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক বিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসো নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি, খেলা ধুলায় বারেবল মাদক ছেড়ে খেলতে চল।

    রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যাল মাঠে মীর মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম.পি।

    রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন পিপিএম, অধিনায়ক, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, শ্রীমঙ্গল, রনধীর কুমার দেব, চেয়ারম্যান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য পেশ করেন সুবোধ কুমার বিশ্বাস, সহকারী পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, মৌলভীবাজার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব (বেভুল), আদর-মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক ও বিশিষ্ট এডিকশন প্রোফেশনাল নিখিল তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা।

    বক্তারা কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাদকের কুফল সম্পর্কে ব্যাখ্যা করেন এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।