শ্রীমঙ্গলের ট্যুরিস্ট পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

    0
    355
    এস কে দাশ সুমন:  চায়ের  রাজধানী  শ্রীমঙ্গলের  পর্যটন  ক্ষেত্রে  পর্যটকদের  নিরাপত্তা  নিশ্চিত  করার  লক্ষ্যে  স্থানীয়  প্রশাসনের  পাশাপাশি  গড়ে  তোলা  হয়েছে  পর্যটন  পুলিশের  আলাদা  ইউনিট ।  গনপ্রজাতন্ত্রী  বাংলাদেশ  সরকার  দেশের  পর্যটন  শিল্পকে  সমৃদ্ধ  করতে  এবং  ভ্রমণ  পিপাসু  দেশি  বিদেশি  পর্যটকদের  নিরাপত্তা  নিশ্চিত  করতে  ঢাকা,  চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বগুড়া, গোপালগঞ্জ  সহ  দেশের  পর্যটন  কেন্দ্র  সমূহে  গড়ে  তোলা  হয়েছে  পর্যটন  পুলিশি  ব্যাবস্থা ।
    এরই  ধারাবাহিকতায়  ৩১ শে  ডিসেম্বর  ২০১৩  সালে  বাংলাদেশে  চালু  হয়  পর্যটন  পুলিশি  ব্যাবস্থা । যা  ধারাবাহিক  ভাবে  পর্যটন  নগরী  শ্রীমঙ্গলে  ২৬ । ১০ ।১৪  ইংরেজি  চালু  হয় । এখানকার  পর্যটন  স্থান  ও  পর্যটকের  সার্বিক  নিরাপত্তা  ব্যবস্থা  জোরদার  করতে  নিরলস  কাজ  করে  যাচ্ছে । কথা  হয়  পর্যটন  পুলিশের  সহকারী  সাব – ইন্সপেক্টর  মোঃ নোয়াব  আলী  সাথে  তিনি   জানান  বাংলাদেশ  পুলিশের  বিশেষায়িত  ইউনিট  ট্যুরিস্ট  পুলিশের  পক্ষ  থেকে  বাংলাদেশের  সকল  পর্যটন  কেন্দ্র   সমূহে  ও  আগত  দর্শনার্থীদের  সার্বিক  নিরাপত্তা  নিশ্চিত  করার  লক্ষ্যে  কাজ  করে  যাচ্ছে  ২০১৩  সাল  হতে ।  আমাদের  ইউনিটটি  সিলেট  রেঞ্জের  আওতাভুক্ত  হয়ে  পর্যটন  নগরী  শ্রীমঙ্গলের  পর্যটন  স্থান  ও  দর্শনার্থীদের  জন্য গাড়ি  ও  মোটর  সাইকেল  যোগে  নিরাপত্তা  ব্যবস্থা   জোরদার  করতে   কাজ  করছে,  বিশেষ  করে  লাউয়াছড়া  ন্যাশনাল  পার্ক,  মাধবপুর  লেইক, মাধবকুন্ড, বাইক্কাবিল  চা –  বাগান  সহ  দর্শনীয়  স্থান  সমূহে  রয়েছে  আমাদের  ট্যুরিস্ট  পুলিশের  তদারকি   ও   টহল  ব্যাবস্থা ।
    সর্বশেষ  আমাদের  ট্যুরিস্ট  পুলিশের  নতুন   সংযোজন  বাইসাইকেল  টহল । থাইল্যান্ড  ট্যুরিস্ট  পুলিশের  বাইসাইকেলের  আদলে  আমাদের  শ্রীমঙ্গল  ইউনিটের  জন্য  বরাদ্দকৃত  তিনটি  বাই  সাইকেল  যা আজ  থেকে  যাত্রা  শুরু  করলো ।
    প্রথম দিনে আমাদের  ট্যুরিস্ট  পুলিশের  অফিসার  ইনচার্জ  মোঃ  মঈন  উদ্দিন  ট্যুরিস্ট  পুলিশ  মৌলভীবাজার  জোন  স্যারের  নির্দেশে  আমি  মোহাম্মদ  নোয়াব  আলী,  সহকারী  সাব – ইন্সপেক্টর,  কনস্টেবল  মোঃ  তুহিন  খাঁন,  কনস্টেবল  মোমিনুল  ইসলাম  ভূইয়া  পর্যটকদের  নিরাপত্তা  নিশ্চিত  করতে  বাইসাইকেল  টহল  ব্যাবস্থা  চালু  করি  আসছে  ঈদ  মৌসুমে  পর্যটন  নগরী  ও  পর্যটকদের  নিরাপত্তা  নিশ্চিত  করতে  আমাদের  সার্বিক  প্রস্তুতি  রয়েছে ।