শ্রীমঙ্গলের ছাত্রী আয়েশা হাসপাতালে কাতরাচ্ছে ! তাকে বাঁচান

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০ফেব্রুয়ারীঃ মেধাবী ছাত্রী আয়েশা আক্তার টাকার অভাবে জীবন সংগ্রামে লড়ে যাচ্ছে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের ৪ তলার ৬নং ওয়ার্ডের এফএনএক্স-৫ নম্বার সিটে।কিছু দয়াবান লোকের সাহায্যে এবং তার বাবার কর্জ ও ঋণের মাধ্যমে অপারেশন হলেও আজ পর্যন্ত কাউকে চিনতে পারছেনা আয়েশা,চেয়ে থাকলেও চোখে দেখছে না বলে জানান তার বাবা কবির হুসেন।শ্রীমঙ্গল শহরের মুসলিমবাগ এলাকার বাসিন্দা কবির হুসেন একজন স্বল্প আয়ের রাজমিস্ত্রি।তার মাতা পিয়ারা বেগম একজন গৃহিণী।শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্রি আয়েশা আক্তার  এবারের এসএসসি পরিক্ষার্থি ছিল।ভাগ্যের নির্মম পরিহাসে মস্তিস্ক জনিত রোগে আক্রান্ত থাকার ফলে তার পক্ষে চলমান এসএসসি পরিক্ষা দেয়া সম্ভব হয়নি।তবে “আমার পরিক্ষা আসছে কামাল স্যার বলেছে এ প্রলাপ ছিল হামেশা আজ তাও নেই” বলেন কবির।

    এ মুহুর্তে উন্নত চিকিৎসা না পেলে হয়তো তাকে সুস্থ করা সম্ভব হবে না।আয়েশাকে সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন হাসপাতালের কর্মরত বিশেষজ্ঞরা।মেধাবী মেয়েটিকে বাঁচাতে তার বাবা কবির  আবারও জনদরদীদের দৃষ্টি কামনা করেছেন,বিশেষ করে তার সহপাঠী সকল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রিদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

    উল্লেখ্য,বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ওই স্কুলের মানবিক বিভাগের  “ক” শাখায়  দশম শ্রেণীতে তার রোল ছিল-৫, সে  অত্যান্ত মেধাবী,চলমান এসএসসি পরিক্ষার্থী ছিল সে।কিন্ত অসুস্থতার কারনে আজ সে হাসপাতালে  জীবন মরন সন্ধিক্ষণে।

    সাহায্য পাঠানোর ঠিকানাঃ
    মো: কবির হুসেন,সঞ্চয়ী হিসাব নং- এফ ৫৬,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ,শ্রীমঙ্গল শাখা।বিকাশ নং ও যোগাযোগ-০১৭৫৫-১৩৫৩৭৫,