শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি আজ

    0
    560

    বিক্রমজিৎ বর্ধনঃ দেশের সনাতন ধর্মাবলম্বিদের বিশেষ দিন তাদের ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি আজ। পূজা, আরাধনা, আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে চলছে শ্রীকৃষ্ণের আবাহন। শরণাগতদের পরিত্রাণ আর আর ঔদ্ধত্যদের সংহার করে পৃথিবীর স্থিতি রক্ষা, শান্তি আর সম্প্রীতিতে ভরিয়ে তোলার প্রার্থনা চলছে ভক্তদের।

    আজকের পুণ্যতিথি মহাঅস্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। দুষ্টের দমন শিষ্টের পালন করলেও কখনো তিনি বংশীধারী মদনমোহন। জীবনের মর্মে যিনি শেখান মনুষ্যত্বের ধর্ম, কর্মে চেনান সত্যের প্রকাশ আবার সৃষ্টি স্থিতি প্রলয়ের যুগসন্ধিক্ষণ। যুগ যুগ ধরে তাই সত্য প্রেম আর সুন্দরের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করেন দ্বাপর যুগের অবতার শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণকে।

    মঙ্গল আরোতির আলোকচ্ছটা, পদাবলী কীর্তনের সুর আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সংকীর্তনে মাতোয়ারা ভক্তরা।

    পুণ্য তিথির এ আনন্দেযজ্ঞে রাজধানীশহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী নানা আয়োজনে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

    দুঃখ-জরা-ব্যাধি থেকে মুক্ত হোক জীবন, শুদ্ধ হোক অন্তরাত্মা, অপার্থিব আনন্দলোকের মঙ্গলধ্বনিতে স্নাত হোক পৃথিবী এমনটাই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বি  শ্রীকৃষ্ণ ভক্তদের।