শেষ মুহূর্তের গোলে চমক দেখালো জার্মানি

    0
    221

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৪জুন,ডেস্ক নিউজঃ রাশিয়া বিশ্বকাপে শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরল জার্মানি। টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা জার্মানি দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে আসে। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও ম্যাচের প্রথমার্ধে হোঁচট খায় জার্মানি। খেলার ৩২ মিনিটে ভিক্টর ক্লায়েসনের সহযোগিতায় দুর্দান্ত এক গোল করেন ওলা টোইভোনেন। এগিয়ে যায় সুইডেন, ব্যাকফটে থেকেই প্রথমার্ধ শেষ করে জার্মানরা।

    তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে মার্কো রিউসের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে তারা। এরপরই শুরু হয় নাটকীয়তা। ৮২ মিনিটে জেরোমে বোয়াটেং দ্বিতীয় হলুদ কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় জার্মানি। তবুও থেমে থাকেনি পাল্টাপাল্টি আক্রমণ। ৯৪ মিনিটে সুইডেনের ডি বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পায় জার্মানি। অবশেষে সেই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন টনি ক্রুস। আর তাতেই জয়ের আনন্দে ভেসে যায় জার্মানি।

    জার্মানির একাদশ
    মানুয়েল নুয়্যার, ইয়োনাস হেক্টর, ইউলিয়ান ড্রাক্সলার, টনি ক্রুস, টিমো ভার্নার, মার্কো রিউস, টমাস ম্যুলার, আন্তোনিও রুডিগার, জেরোমে বোয়াটেং, জশোয়া কিম্মিচ, সেবাস্টিয়ান রুডি।

    সুইডেনের একাদশ
    রবিন ওলসেন, মিকায়েল লুস্টিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাংকভিস্ট, লুডোভিগ আগুস্টিনসন, সেবাস্টিয়ান লারসন, আলবিন একডাল, মার্কাস বার্গ, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, ওলা টোইভোনেন।