শেষ পর্যন্ত আরিফ-ই জয়ী

    0
    228
    নিজস্ব প্রতিবেদক,সিলেট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্থগিত দুই কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ শেষে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন।
    আজ শনিবার (১১ আগস্ট) স্থগিত হওয়া গাজী বোরহানউদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফুল হল চৌধুরী পেয়েছেন ২হাজার ৯৭টি ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৫ শত ২৭টি ভোট।
    এর আগে গত ৩০ জুলাই হয়ে যাওয়া সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে গত ৩০ জুলাইয়ের নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পান ৯০ হাজার ৪ শত ৯৬ টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পান ৮৫ হাজার ৮ শত ৭০ ভোট। ফলে বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬ শত ২৬ ভোটে এগিয়ে ছিলেন।
    স্থগিত হওয়া গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার ২ হাজার ২ শত ২১ জন ও হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার ২ হাজার ৫ শত ৬৬ জন। সব মিলিয়ে এই দুই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৭ শত ৮৭ জন।
    এ দুই কেন্দ্রে শনিবার মোট ৪ হাজার ৭ শত ৮৭টি ভোটের মধ্যে জমা পড়ে ২ হাজার ৮ শত ১৩টি ভোট। এর মধ্যে আরিফুল হক চৌধুরী পান ২ হাজার ৯৭টি ও বদর উদ্দিন আহমদ কামরান পান ৫ শত ২৭টি ভোট।
    স্থগিত দুই কেন্দ্রেই পুনঃ ভোট গ্রহণ শেষে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান দাঁড়ায় ৬ হাজার ১ শত ৯৬ টি।